বেহেশত পুরুষদের জন্য সুখকর, নারীর জন্য নয় : তসলিমা নাসরিন
নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামে নারীদের ব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। সম্প্রতি নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
স্ট্যাটাসে তসলিমা বলেন, বোকো হারাম মেয়েদেরকে সুইসাইড বোমারু বানাচ্ছে। কিন্তু তাদেরকে সুইসাইড বোমারু বানানোর ক্ষেত্রে তাদের বেহেস্তের লোভ দেখিয়ে লাভ হওয়ার কথা নয়।
বরাবরেরর মতো এবারের স্ট্যাটাসেও ধর্ম নিয়ে সমালোচনা করতে ছাড়েননি নির্বাসিত এই লেখিকা। তিনি বলেন, ধর্ম অনুসারে বেহেস্ত শুধু পুরুষদের জন্য সুখকর স্থান হতে পারে। কিন্তু নারীর জন্য নয়। তাই একজন নারীর জন্য পুরুষের চেয়ে বেশি নাস্তিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তসলিমা নাসরিনের দাবি, ধর্ম পুরুষকে প্রভু বানিয়েছে আর নারীকে বানিয়েছে যৌনদাসী। তাই নারীদের অন্তত ধর্মের নামে জঙ্গি কিংবা বেহেস্ত এর লোভে সুইসাইড বোমারু হওয়াও ঠিক নয়।
মন্তব্য চালু নেই