পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে তুলকালাম কাণ্ড! (ভিডিও)

সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে রোববার প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৩১৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে ৪১.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। ফলে ১৩৫ রানের বড় জয় পায় সফরকারীরা। তবে এই ম্যাচে একপর্যায়ে ঘটে তুলকালাম কাণ্ড।

১৫৮ রানেই যখন শ্রীলঙ্কার ৭ উইকেট নেই, তখন গ্যালারি থেকে পাকিস্তানের খেলোয়াড়দের পাথর ছোড়া হয়। গ্যালারিতে পাকিস্তানের এক দর্শককে মারধর করতেও দেখা যায়। পাথর ছোড়ায় খেলতে অস্বীকৃতি জানান পাক ক্রিকেটাররা। একপর্যায়ে তারা মাঠের মাঝখানে এসে জড়ো হয়ে বসে থাকেন। এতে খেলা বন্ধ থাকে প্রায় ৪০ মিনিট।

পরে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা এসে উগ্র সমর্থকদের স্টেডিয়ামছাড়া করলে খেলতে রাজি হয় পাকিস্তান। একপর্যায়ে পুলিশ পুরো স্টেডিয়াম দর্শকশূন্য করে ফেলে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ১৩৫ রানে হার মানে পাকিস্তানের কাছে।
ভিডিও লিঙ্ক :
https://youtu.be/StnLgak-9-8

































মন্তব্য চালু নেই