সমুদ্রে নেমে নিখোঁজ চিত্রনাট্যকার ফারুক
কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছেন চিত্রনাট্যকার ফারুক হোসেন। `দেশা- দ্য লিডার’ চলচ্চিত্রের পরিচালক সৈকত নাসির জানান, ঈদের ছুটি কাটাতে আরও ৩ বন্ধুর সঙ্গে কক্সবাজার যান ফারুক। রবিবার বিকেলে সৈকতে নেমে নিখোঁজ হন তিনি।
তিনি বলেন, ‘ফারুক শুক্রবার জানান কক্সবাজারে ছুটি কাটাতে যাচ্ছে। আসার পরই নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে তার সঙ্গে বসার কথা রয়েছে আমার। রবিবার বিকেলে একজন ফোন করে জানালেন, ফারুক মিসিং। ওই সময় বন্ধুদের সঙ্গে সৈকতের পানিতে নামেন। একটা জোয়ার আসার পর দেখা গেল ফারুক নেই।’
নাসির বলেন, ‘ফারুক হোসেন একজন মেধাবী চিত্রনাট্যকার। আমরা মৌলিক গল্প নিয়ে সিনেমা করার যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার অন্যতম কাণ্ডারি সে।’
তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন ফারুককে উদ্ধারে কাজ করছে।
টিভি নাটকে ফারুক হোসেন অতিপরিচিত। সম্প্রতি যুক্ত হয়েছে সিনেমার সঙ্গে। নির্মলেন্দু গুণের উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে মৃত্তিকা গুণ নির্মিত চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন ফারুক হোসেন। সম্প্রতি শুটিং শেষ হওয়া হিমেল আশরাফের চলচ্চিত্র ‘সুলতানা বিবিয়ানা’র চিত্রনাট্য লিখেছেন ফারুক। এ ছাড়া ‘ওয়ারিশ’, ‘পুলিশগিরি’, ‘আম্মাজান’ (রিমেক) ও ‘ছুটির ঘণ্টা’ (রিমেক) সিনেমার চিত্রনাট্য লিখছিলেন তিনি।
সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে দুই রাখাইন যুবকসহ কয়েকজন নিখোঁজ হন।
মন্তব্য চালু নেই