আ.লীগের যৌথসভা মঙ্গলবার
আগামী মঙ্গলবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্ালয়ে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, নগরের দলীয় সংসদ সদস্যসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সাথে যৌথসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, নগরের দলীয় সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য চালু নেই