জীবনসঙ্গীর দেখা পেলেন সালমান?
তারকা অভিনেতা সালমান খান বলিউড জগতে সবচেয়ে যোগ্য পাত্র হলেও ৪৮ বছর বয়সীসেও এখনো খুঁজে পাননি জীবনসঙ্গী। এবার হয়ত সঙ্গীহীন এই তারকা শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেন।
নতুন ছবি ‘কিক’-এর প্রচারের কাজে সম্প্রতি ভারতীয় একটি চ্যানেলের রিয়েলিটি শোতে উপস্থিত ছিলেন ‘দাবাং’ খান। সেখানে তার সাথে ছিলেন ছবির নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজও। ওই অনুষ্ঠানে সালমান জ্যাকুলিনকে পরিচয় করিয়ে দেন জেএফকে নামে।
কিন্তু জ্যাকুলিনকে সেন জেএফকে হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন? অনুষ্ঠান সঞ্চালকরা বেশ খানিকক্ষণ চেষ্টার পর উদ্ধার করতে পারলেন জেএফকে’র অর্থ। জ্যকুলিন ফার্নান্দেজ খানকেই ছোট করে জেএফকে বলেছেন সালমান।
এরপর সঞ্চালকদের শত অনুরোধেও জ্যাকুলিনের নামের শেষে কেন খান জুড়েছেন তার জবাব দেননি সালমান। অন্যদিকে লজ্জায় রাঙা হয়ে উঠলেন শ্রীলঙ্কান এই সুন্দরী অভিনেত্রী।
মন্তব্য চালু নেই