দিন শেষে ৩৬২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৫৬৬ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ৩১২ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শনিবার বিনা উইকেটে ১০৮ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ৩৬২ রানে এগিয়ে রয়েছে অসিরা। ক্রিজে রয়েছেন ক্রিস রজার্স (৪৪) ও ডেভিড ওয়ার্নার (৬০)। আজ চতুর্থ দিনে তারা আবার ব্যাট করতে নামবে।

এর আগে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। তৃতীয় দিনে বাকি ৬টি উইকেট হারিয়ে ২২৭ রান যোগ করতে সক্ষম হয় স্বাগতিকরা। অধিনায়ক অ্যালিস্টার কুক ৯৬ রান করে আউট হন। ৮৭ রান করে আউট হন বেন স্টোকস। এ ছাড়া ৩৯ রান করেন মঈন আলী।

বল হাতে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড ও মিচেল জনসন ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন মিচেল মার্শ। ১টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন।



মন্তব্য চালু নেই