ঈদের দিনেও ব্যস্ত শাহরুখ
বলিউড তারকা শাহরুখ খান এবার ঈদে বেশ ব্যস্ত সময় পার করছেন। এ কারণে পরিবার থেকে সুদূর বুলগেরিয়াতে ঈদ উৎযাপন করতে হচ্ছে তাকে। সেখানে রোহিত শেঠি পরিচালিত দিলওয়ালে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এ তারকা।
জানা গেছে সেখানে গিয়ে জ্বরে আক্রান্ত হয়েছেন শাহরুখ। কিন্তু তবুও থেমে নেই সেই শুটিংয়ের কাজ। একটি সূত্র জানিয়েছেন, ‘তাদের এখনো দুই সপ্তাহ বুলগেরিয়াতে সিনেমাটির শুটিং করতে হবে। তারপর তারা হায়দারাবাদ যাবেন। অনেক ব্যস্ত সূচী থাকার কারণে অসুস্থ থাকা সত্বেও শাহরুখ কোনো ছুটি নেননি। এমনকি ঈদ পালন করতে পরিবারের কাছেও যেতে পারেননি তিনি।’
দিলওয়ালে সিনেমার মাধ্যমে পাঁচ বছর পর আবার জুটিবদ্ধ হচ্ছেন শাহরুখ-কাজল। এ জুটির শেষ সিনেমা ছিল ২০১০ সালে মাই নেম ইজ খান। দিলওয়ালে সিনেমাতে শাহরুখ-কাজল জুটি ছাড়াও থাকছেন বরুন ধাওয়ান এবং কৃতি সোনম। ক্রিসমাসে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হবে দিলওয়ালে।
মন্তব্য চালু নেই