মুক্তি পেলেন গয়েশ্বর চন্দ্র রায়
নাশকতার মামলায় প্রায় পাঁচ মাস আটক থাকার পর মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার ৭টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ডিসেম্বর দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ঢাকা মেডিক্যালের সামনে হামলার শিকার হন নেত্রকোনার সংসদ সদস্য ছবি বিশ্বাস।এতে তিনি আহত হন। হামলাকারীরা তার গাড়ি পুড়িয়ে দেয়।
ওই ঘটনার একদিন পর ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা থেকে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করে পুলিশ।
মন্তব্য চালু নেই