ধারাভাষ্য কক্ষে উচিত জবাব দিলেন আতাহার

প্রোটিয়ারা তামিম-সৌম্যের কাছে মাঠে যেমন জবাব পেয়েছে, তেমনি জবাব পেয়েছে ধারাভাষ্য কেন্দ্রে আতাহার আলির কাছ থেকে।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৭০ রানের টার্গেট দিতে সমর্থ হয়। এর মানে বাংলাদেশ ম্যাচ জিতলেই রচিত হবে নতুন ইতিহাস। এমন এক পরিস্থিতির সময় ধারাভাষ্যকক্ষে বাংলাদেশের আতহার আলী খান। সাথে মাইক্রোফোন হাতে দক্ষিণ আফ্রিকার মরনে ভ্যান উইক। জিতলেই ইতিহাস; এমন অবস্থায় আতহারের একটু স্নায়ুচাপে ভোগাটা স্বাভাবিক।
দক্ষিণ আফ্রিকার হয়ে এক সময় উইকেটের পিছনে দাঁড়ানে ভ্যান উইক প্রশ্ন ছুড়লেন, ‘কি আতহার, নার্ভাস নাকি?’
ঠিক সেই সময়েই, অফ সাইডে একটা দর্শনীয় চার হাঁকিয়ে বসলেন বাংলাদেশের ওপেনার সৌম সরকার। তাতেই যেন খানিকটা সাহসী হয়ে উঠলেন বাংলাদেশের সাবেক ওপেনিং ব্যাটসম্যান আতহার।
পাল্টা খোঁচা দিয়ে বলে ফেললেন, ‘তুমিও কি নার্ভাস নও?’ অর্থটা বোঝা গেল তো? হারলেই তো বড় লজ্জার মুখে পড়বে দক্ষিণ আফ্রিকানরা

































মন্তব্য চালু নেই