চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩ আহত ৩
রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জে নাচোলে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৩ জন।
এ ঘটনায় নিহতরা হলেন, শিংরইল গ্রামের স্বপন (৪৫), জিল্লু (২০) ও দরবেশপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫)। বর্তমানে তারা নাচোল হাসপাতালে রয়েছেন।
বুধবার দুপুরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শিংরইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জমিতে চাষাবাদ করার সময় বেলা সাড়ে ১২টার দিকে বজ্রপাত ঘটলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শিংরইল গ্রামের মাসুদ (১৬), সরজন গ্রামের তরিকুল ইসলাম (৪০) এবং গোমস্তাপুর উপজেলা জাতাহারা গ্রামের অজ্ঞাত একজন আহত হন। পরে তাদের নাচোল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মন্তব্য চালু নেই