শখের ‘ফেন্টাস্টিক তরফদার’

বাবার অনেক স্বপ্ন মেয়ে বিথিকে ডাক্তার বানাবে। কিন্তু বিথি পড়াশুনায় ভালো না। তৃতীয় বার যখন সে ম্যাট্রিক ফেল করে তখন তার বাবা স্ট্রোক করেন। চলতে ফিরতে পারেন না তিনি। তুবও তিনি স্বপ্ন দেখেন তার মেয়ে ডাক্তার হবে। তাই বাংলা,ইংরেজি ও অংকের শিক্ষক রাখেন মেয়ের জন্য। এবং ঘোষণা করেন তার মেয়েকে যে শিক্ষকের বেশি নম্বর পাইয়ে পাশ করাতে পারবে তাকে বিশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এই পুরস্কার নিয়েই সব মজার কাণ্ড দেখা যাবে ‘ফেন্টাস্টিক তরফদার’ ছয় পর্বের নাটকটিতে। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য।

এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আনিকা কবির শখ, আ খ ম হাসান, তারিক স্বপন, আব্দুল্লাহ রানা, মম শিউলী, হায়দার, ফয়সালসহ আরো অনেকে। আসছে ঈদের ছয় দিন সন্ধ্যা ছয়টা বাজে নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।



মন্তব্য চালু নেই