ঈদে মানুষের নিরাপত্তার দাবি

মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব চায় বিএনপি

সরকারের মন্ত্রী-এমপিদের সম্পদের বিবরণী প্রকাশের জন্য ক্ষমতাসীনদের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

সোমবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ ট্রাইবুনালে করা হবে- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিপন বলেন, ‘পরগাছাদের হুঙ্কারে বিএনপি ভয় পায় না। মিথ্যা অভিযোগে খালেদাকে যদি হয়রানি করা হয় তা দেশের মানুষ কখনও মেনে নেবে না। দুই আনার মন্ত্রীদের বিচারের জন্য প্রস্তুত হতে তিনি পরামর্শ দেন।’

সরকারের মধ্যে বিশেষ একটা মহল উল্টা-পাল্টা কথা বলে সরকারকে বিব্রত করতে চায় মন্তব্য করে বিএনপির মুখপাত্র এ ব্যাপারে সরকারকে সচেতন থাকারও পরামর্শ দেন।

বিএনপির এই নেতা বলেন, ‘দুই মেয়াদে সরকার গঠন করার পর বিএনপি ও দেশের সুশীল সমাজ দাবি করেছিল, সরকারের মন্ত্রীদের সম্পদের হিসাব দিতে হবে। কিন্তু আজ পর্যন্তও তা করা হয়নি। পত্র-পত্রিকায় সংবাদ আসে সরকারের মন্ত্রীদের হাজার হাজার কোটি টাকার সম্পদের। আমরা বিষ্মিত হই না।’

রিপন অভিযোগ করেন, বিএনপি নেতারা কারাগারে ধুকে ধুকে মরছেন। দলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, মহানগর নেতা মোসলেম উদ্দিনসহ অনেক নেতাকর্মী লাশ হয়ে বের হচ্ছেন।

বিএনপিকে এভাবে দমন করে সরকার স্বস্তিতে থাকতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আসলেই সরকার স্বস্তিতে নেই। আওয়ামী লীগ পুরনো হিসেবে তাদের জানার কথা, এভাবে দমন, জেল-জুলুম করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করা যায় না। এভাবে চলতে থাকলে জনগণের ক্ষোভ স্ফুলিঙ্গ হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

ঈদকে ঘিরে মানুষের নিরাপত্তা দেয়ার দাবি বিএনপির



মন্তব্য চালু নেই