চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন

ফখরুলের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এর ফলে মির্জা ফখরুলের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

সোমবার বেলা পৌনে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সঙ্গে ছয় সপ্তাহ পর ফখরুলকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, এহসানুর রহমান ও ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে গত ২৯ জুন চেম্বার বিচারপতির আদালতে মির্জা ফখরুলের জামিন স্থগিতের আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ২১ জুন বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ পল্টন থানার এই তিন মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেন।

নাশকতার অভিযোগে জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় এ তিনটি মামলা করে পুলিশ।

এদিকে গত ২৮ জুন পল্টনের দুটি এবং মতিঝিলের এক মামলায় ফখরুলের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে এসব মামলা দায়ের করা হয়।

ফখরুল চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন



মন্তব্য চালু নেই