সালথায় দুই মানব পাচারকারী গ্রেফতার

ফরিদপুরের সালথায় অবৈধভাবে নদী পথে মালায়শিয়ায় মানব পাচারকারী দলের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের এস আই মোঃ জিল্লুর রহমান গত ৭ জুলাই রাতে মৌলভীবাজার জেলার রাজনগর থানার বানারাই গ্রাম থেকে আশরাফ আলী (৪৫) নামের এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে।

আশরাফ আলী উপজেলার বল্লভদি ইউনিয়নের বিঞ্চনদী গ্রামের মৃত ইউনুছ ফকিরের ছেলে। আশরাফ আলীর স্বীকারোক্তিনুযায়ী গত শনিবার সন্ধায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোসলেম শেখের ছেলে ইলিয়াছ শেখ (৩০) নামের আরেক পাচারকারীকে আটক করা হয়। সালথা থানা পুলিশ গত রবিবার সকালে ইলিয়াছ শেখকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেছে।

স্থানীয়ভাবে জানা গেছে, আশরাফ আলী ও ইলিয়াছ শেখ দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী পথে অগনিত যুবককে মালায়শিয়ায় পাচার করেছে। তার মধ্যে রাকিব, আলামীনসহ নাম না জানা অনেকেই নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামের মৃত ওমেদ মাতুব্বারের ছেলে আলতাব মাতুব্বার বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছে। সালথা থানা মামলা নং-০৪, তাং- ০৭.০৭.২০১৫ ইং।



মন্তব্য চালু নেই