কে এই হ্যাপির কাঁলাচান? দেখুন হ্যাপির সাম্প্রতিক সময়ের কিছু ছবি
‘আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়…, পারে লয়ে যাও আমায়…।’ আমি একা লইলাম ঘাটে……………………..এটি হ্যাপির কণ্ঠে গাওয়া এক সময়ের একটি গান। হ্যাপি আগেই বলেছিলেন, রুবেল তার সঙ্গে যে অন্যায় করেছে দুনিয়ার আদালতে ন্যায়বিচার না পেলেও পরকালের আদালতে অবশ্যই এর ন্যায়বিচার পাবেন। আর সেই সূত্রেই হ্যাপি গেয়ে ফেলেছিলেন এই আধ্যাত্মিক গান। আলোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির সম্পর্কে নতুন কিছু বলার নেই।
সম্প্রতি হ্যাপি তার প্রিয় মানুষকে কালাচাঁন নাম দিয়ে লিখেছেন “আমি বাজি ধরে বলতে পারি এই দুনিয়ায় তোর চেয়ে নিষ্ঠুর আর একটা মানুষ নেই, তবুও আমি তোরে অনেক ভালবাসি। তুই যে আমার এই এক জীবনের একটাই কালাচাঁন। তোরে লুকিয়ে রাখতে মন চায়,তোরে শুধু আমি দুচোখ ভইরা দেখবার চাই আর কেউ যেন আমার কালাচাঁনরে না দেখে। পরানটা চায় তোরে পরানটার সাথে শক্ত কইরা বাইন্ধা রাখি। আর চিল্লাইয়া কইতে ইচ্ছা করে তুই শুধু আমার,মৃত্যুর পরেও আমি শুধু তোরেই চাই।”
পাঠকদের ভাবতে নিশ্চয় খুব কষ্ট হবে না কে এই কালাচাঁন।
হ্যাপি বর্তমানে তার ভক্তদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিয়মিত স্ট্যাটাস দিচ্ছেন। শুধু তাই না, নিয়মিত ছাড়ছেন সেলফি সহ নানান ফটো। অনেক সময় তার ছবি বা স্ট্যাটাস নিয়ে ফেসবুকে পড়ে যায় ভক্তদের হৈ চৈ। সাম্প্রতিক সময়ে হ্যাপির এমন অনেক ছবি আছে যা আপনি হয়তো এখনো দেখেননি। আওয়ার নিউজের এবারের পর্বে নাজনীন আক্তার হ্যাপির সাম্প্রতিক সময়ের কিছু ছবি পাঠকদের জন্য দেওয়া হলোঃ
নাজনীন আক্তার হ্যাপির সকল সংবাদ ও এক্সক্লুসিভ ভিডিও দেখতে এখানে ক্লিক করুনঃ
মন্তব্য চালু নেই