আইয়ূব বাচ্চুর সুরে হঠাৎ
দীর্ঘ বিরতির পর নতুন একটি অ্যালবামের সঙ্গে কাজ করলেন রক লিজেন্ড আইয়ূব বাচ্চু। ‘হঠাৎ’ শিরোনামের নতুন এই অ্যালবামাটির সবগুলো গানের সুর করেছেন আইয়ূব বাচ্চু এবং গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কার্নী। রোবাবার বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘হঠাৎ’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন আইয়ূব বাচ্চু এবং শিল্পী কার্নী। এসময় আইয়ূব বাচ্চু বলেন, ‘আমি অনেকদিন নতুন কোনো শিল্পীর জন্য গান করিনা। কার্নী নাছোড়বান্দার মতো আমার পিছনে লেগেছিলো অনেকগুলো বছর। বুঝলাম গান নিয়ে লেগে থাকতে পারবে ছেলেটা। তাই করে ফেললাম।’
তিনি আরো বলেন ‘ভালো করে গান গাইতে হলে ওকে (কার্নী) আরো চেষ্টা করে যেতে হবে। আশা করছি অ্যালবামের কোনো না কোনো গান কারো ভালো লাগবে।’
অন্যদিকে সংগীতশিল্পী কার্নী বললেন, ‘সতেরটি বছর আইয়ুব বাচ্চুর পিছনে লেগে ছিলাম, স্বপ্ন পুরনের আশায়। যে স্বপ্নের নাম আজকের অ্যালবাম ‘হঠাৎ’। এই স্বপ্ন আমি বারবার দেখব, আর আপনাদের কাছে গান নিয়ে ফিরে আসব এই আশা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, এবি কিচেনের ব্যবস্থাপনায় এবং সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত ‘হঠাৎ’ অ্যালবামটিতে রক ও সফটরক ঘরানার দশটি গান রয়েছে।
মন্তব্য চালু নেই