দিনাজপুরে ভায়াগ্রাসহ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
দিনাজপুর জেলার হাকিমপুর সীমান্তে চোরচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় যৌনউত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেংগ্রাম মাঠের মধ্যে থেকে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা ট্যাবলেটগুলি জব্দ করে।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন জানান, ভারতীয় ট্যাবলেট নিয়ে একদল চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে নিয়ে যাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সকালে সীমান্তের চেংগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ভায়াগ্রা ১৯ হাজার ৫শ পিস, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ৭৮হাজার পিস এবং ব্যথানাশক ট্যাবলেট প্রাকটিন ৮০ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কেউকে আটক করতে পারেনি।
উদ্ধারকৃত ট্যাবলেটগুলির মূল্য আনুমানিক ৯০ লাখ ১০ হাজার টাকা।
পরে উদ্ধার হওয়া ট্যাবলেটগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
মন্তব্য চালু নেই