টেকনাফে জনতার সহায়তায় অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ্য করেছে স্থানীয় জনতা। ধৃত ডাকাত হচ্ছে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের আব্দুল জলিলের পুত্র এমআরসি ধারী (নং-০৮৮৭৮) আবু ছৈয়দ প্রকাশ সাদেক (২৫)। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ২ রাউন্ড বুলেট পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পাহাড়ী সড়কে একদল স্বশস্ত্র ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে আলীখালী-রঙ্গিখালী এলাকার মানুষ জড়ো হয়ে তাদের ধরে ফেলে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে গেলেও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আব্দুল জলিলের পুত্র আবু ছৈয়দ প্রকাশ সাদেক (২৫)কে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ২ রাউন্ড বুলেটসহ আটক করে জনতা।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে মডেল থানার এসআই সেকান্দর ঘটনাস্থলে পৌঁছলে অস্ত্র ও বুলেটসহ আটক ডাকাতকে সোর্পদ করা হয়। এলাকাবাসী জানিয়েছে ধৃত ডাকাত নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আনসারের উপর হামলাসহ বিভিন্ন ঘটনায় জড়িত।
মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, ধৃত ডাকাতকে জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



মন্তব্য চালু নেই