ফেইসবুকে আসছে নতুন সুবিধা!
ফেইসবুকে নিউজ ফিডের পাশাপাশি স্ক্রিনের যেকোনো জায়গায় দেখা যাবে বন্ধুদের পাঠানো ভিডিও। ফলে ভিডিও দেখার পাশাপাশি একই সঙ্গে নিউজ ফিডও স্ক্রল করা যাবে। এ জন্য নতুন এক বাটন চালু করতে যাচ্ছে ফেইসবুক কর্তৃপক্ষ। স্ক্রিনের বাঁ দিকে থাকা বাটনটিতে ক্লিক করলেই নিউজ ফিডের ভিডিও চালু হবে।
ব্যবহারকারীরা চাইলে ভিডিওটি ড্র্যাগ করে স্ক্রিনের যেকোনো স্থানে দেখতে পারবে। ভিডিও যেখানেই প্রদর্শন করা হোক না কেন সেটি লাইক ও শেয়ার করার সুবিধাও মিলবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে বেশ কিছু ব্যবহারকারী বাটনটি ব্যবহারের সুযোগ পাচ্ছে।
মন্তব্য চালু নেই