চট্টগ্রামে ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম নগরীর খুলশী থানার সানমার সিটির সামনে তল্লাশি চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপঅঞ্চল।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পানের ট্রাকে অভিযান চালিয়ে ট্রাকসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফের জিয়াউর রহমান জিয়া (৩২) এবং উখিয়ার মনির আহমেদ (২৬) তিনি পেশায় গাড়িচালক।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপঅঞ্চলের সহকারী পরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি পানের আড়ৎ থেকে পানের খাঁচার ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় তল্লাশি করে তাদের আটক করা হয়।’

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই