‘গঙ্গাজল-২’ নিয়ে মন খারাপ প্রিয়াঙ্কার
এ বছরের শেষ দিকে রিলিজ করতে পারে ‘গঙ্গাজল ২’। ইতিমধ্যে গুটিয়ে এসেছে ছবির শুটিংয়ের কাজ। তাই সুন্দরী অফিসারের মন খারাপ। ছবির চরিত্রের সঙ্গে, শুটিং ইউনিটের সঙ্গে এতটাই একাত্ম হয়ে পড়েছিলেন মেয়ে যে, শুটিংয়ের শেষে এসে মন খারাপ বোধ করছেন এখন। টুইটার-বার্তায় সে কথাই জানালেন প্রিয়াঙ্কা চোপড়া।
‘গঙ্গাজল’ ছবির সিকুয়েল কাহিনি আবর্তিত হয়েছে আভা মাথুর নামের এক মহিলা পুলিশ অফিসারকে ঘিরে। এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এক এলাকায় কিছু স্থানীয় ক্ষমতাবানের বিরুদ্ধে তাঁর অভিযান দেখা যাবে ছবিতে। যদিও নামে ‘সিকুয়েল’ বটে, কিন্তু সিক্যুয়াল থেকে এ ছবির কাহিনি-কাঠামো একেবারেই আলাদা। পরিচালক প্রকাশ ঝা তাঁর ২০০৩-এর ছবি ‘গঙ্গাজল’-এ যে কাস্টিং রেখেছিলেন, তার থেকে তিনি বেশ খানিকটা সরে এসেছেন ‘গঙ্গাজল ২’-এ। এমনকী, এ বারে অজয় দেবগণও উপস্থিত থাকছেন না চিত্রনাট্যে। তবে এই ছবির সবথেকে বড় চমক হল, এই ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন পরিচালক স্বয়ং প্রকাশ ঝা।
মন্তব্য চালু নেই