বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত্যুশয্যায় : বিএনজিপি
ঢাকা: বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি-বিএনজিপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেছেন,বাংলাদেশের গণতন্ত্র আজ মৃত্যুশয্যায়। সীমাহীন ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ আজ লুটেরা,স্বার্থান্বেসী রাজনীতিক ও কিছু মুনাফাখোর ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে।
রাজনীতিকে সুকৌশলে জনকল্যান নয়, লাভজনক ব্যবসায় পরিনত করা হয়েছে।
শুক্রবার নিকুঞ্জে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি-বিএনজিপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনজিপির প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ইকবাল।
বক্তারা আরো বলেন, দেশটা আজ বিশ্ববাসীর কাছে কেলেংকারীময় হয়ে গেছে, শেয়ারবাজার কেলেংকারী,কালো বিড়াল, ভোট ডাকাতির কেলেংকারী এবং অতি সম্প্রতি পঁচা গম কেলেংকারীতে জনগণের নাভিশ্বাস উঠেছে।
বক্তারা বলেন, এভাবে একটি দেশ চলতে পারেনা। সময় এসেছে জেগে উঠার।প্রচলিত অগণতান্ত্রিক রাজনীতিকে বাই বাই টা টা জানানোর জন্য নতুন প্রজন্ম নিচ্ছে অগ্নি শপথ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জয়নাল আবদীন খান, মো:সাইফুল ইসলাম, নূর আলম সিদ্দিকী, কিরন আহমেদ, জাহিদ ফয়সাল, সুমন ইসলাম, সালেহীন সুলতান আনাস প্রমুখ।
মন্তব্য চালু নেই