বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় দর্জি শ্রমিক নিহত

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় গত বুধবার রাতে শাহজাদপুরের বাঘাবাড়ী গামী তেলবাহী ট্যাংকলরীর চাকায় পিষ্ট হয়ে বাসুদেব মোহন্ত (৩৫) নামের এক দর্জি শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।

জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রামের ক্ষিতিশ চন্দ্র মোহন্তের ছেলে বাসুদেব দির্ঘদিন শেরপুর শহরে একটি টেইলার্সে দর্জি শ্রমিকের কাজ করে । গত বুধবার রাত সোয়া ১০টার দিকে বড়ভাইকে নিয়ে নিজবাড়ীর উদ্দেশ্যে যাওয়ার পথে কলা কেনার জন্য মহাসড়কের পূর্বে পার হচ্ছিল।

এ দূর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় বাসস্ট্যান্ডে ব্যাটারী চালিত ইজি বাইক ও সিএনজি অটোরিক্সাগুলো ওইস্থানে দাড়িয়ে থেকে যাত্রী তোলানামার কাজ করায় রাস্তা ব্লক করে থাকে অথচ পুলিশ প্রশাসনের এসব পরিবহন স্থানান্তরের কোন পদক্ষেপ না নেয়ায় এধরণের দুর্ঘটনা হয়ে থাকে বলে জানিয়েছেন সচেতনমহলেরা।



মন্তব্য চালু নেই