পাবনার সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানার সন্ধান

গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলাধীন আমাইকোলা গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল দুধের কারখানার মালিক তায়জুল (২১) এবং কর্মচারী হৃদয় (২০) প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানা এবং ৩ মাস বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

কারখানা থেকে ভেজাল দুধ তৈরীর সরঞ্জামাদি ধবংশ করা হয়। অভিযানে অংশ নেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন ও থানা পুলিশ।



মন্তব্য চালু নেই