৮ বছর বয়সেই চলচ্চিত্র পরিচালক হয়ে বিশ্ব রেকর্ড! (ভিডিও)
সত্যি প্রতিভার কোনো স্থান-কাল-পাত্র নাই। এমনকি বয়সও নেই। তা না হলে মাত্র আট বছর বয়সেই চলচ্চিত্র পরিচালক। ভাবা যায়? আর বিশ্বের সবচেয়ে ছোট এ চলচ্চিত্র পরিচালকের নাম সাওগাত বিস্তা।
সাওগাত বিস্তার জন্ম নেপালে। তার পরিচালিত চলচ্চিত্রের নাম ‘তোমায় ভালোবাসি বাবা’। এটা সাওগাত তার মাতৃভাষা নেপালি ভাষাতেই তৈরি করেছে। আর এর স্বীকৃতি স্বরূপ ক্ষুদে জিনিয়াস হিসেবে বিশ্বরেকর্ডে নাম উঠেছে তার। এখন বিশ্বের সবচেয়ে ছোট পরিচালক হলো সাওগাত। এর আগে অবশ্য এ রেকর্ডের অধিকারী ছিল ভারতের কিষাণ শ্রীকান্ত। তার বয়স ছিল তখন ৯ বছর।
মন্তব্য চালু নেই