রাবিতে ঈদের ছুটি শুরু ৯ জুলাই

শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৯ থেকে ২৩ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী ১৫-২২ জুলাই। আবাসিক হলগুলো বন্ধ রাখা হবে ১১ থেকে ২৩ জুলাই।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতেরর প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ঈদের ছুটিতে ৯ থেকে ২৩ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে ২৪ জুলাই শুক্রবার হওয়ায় তার পরের দিন থেকে ক্যাম্পাস চালু হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে আগামী ১৫ থেকে ২২ জুলাই। ২৩ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের যথারীতি চালু হবে।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রাধ্যক্ষ কাউন্সিলের সুপারিশে আবাসিক হলগুলো বন্ধ থাকবে ১২ দিন বন্ধ রাখা হবে। আগামী ১১ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। বন্ধ হল শিক্ষার্থীদের জন্য আবারও খুলে দেওয়া হবে আগামী ২৩ জুলাই সকাল ৯টায়।



মন্তব্য চালু নেই