এক বছর পর একসাথে তাহসান-মিথিলা
তাহসান- মিথিলা দম্পতিকে সচরাচর একসঙ্গে কাজ করতে দেখা যায় না। তবে প্রায় এক বছর পর তারা একসঙ্গে একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন। `
সুখের ছাড়পত্র` নামের এই নাটকটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এর আগে আশফাক নিপুণের “সে এবং সে” ও “ল্যান্ডলাইনের দিনগুলোয় প্রেম” নাটকে দুইজনকে একসাথে দেখা গিয়েছে।
নাটকে তাহসানকে একজন অবিবাহিত প্রবাসীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ঈদে তিনি আসেন মামা বাড়িতে। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।
সুখের ছাড়পত্র’ শিরোনামের নাটকটি প্রচারিত হবে এনটিভিতে ঈদের চতুর্থ দিন।
মন্তব্য চালু নেই