নতুন ফাঁদে প্রভা!
সাদিয়া জাহান প্রভা একজন মডেল। তিনি প্রতিষ্ঠা পেতে চান শোবিজে। এরজন্য তিনি শরণাপন্ন হন কোরিওগ্রাফার শাহেদ শরীফ খানের।
এখানে এসেও নানা বিপত্তি। কমিশনের ফাঁদে পড়েন প্রভা। তাকে কাজ পেতে হলে শাহেদকে কমিশন দিতেই হবে। আর শাহেদও কমিশন ছাড়া কাউকেই কোনো কাজ পাইয়ে দেন না। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কমিশন’।
আহসান হাবিবের রচনা ও খায়রুল পাপনের পরিচালনায় নির্মিত হল নাটক ‘কমিশন’। এতে শাহেদ ও প্রভা ছাড়াও আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মুনিয়া ইসলামসহ অনেকে।
বর্তমানে ‘কমিশন’-এর সম্পাদনা চলছে। আরজিবি প্রযোজিত নাটকটি ঈদে একুশে টিভিতে প্রচার হবে।
মন্তব্য চালু নেই