বিয়ের আগেই শহিদ-মিরার নাচ (ভিডিও)

লাল রঙের পাঞ্জাবি আর গাঢ় লাল রঙের নেহেরু কুর্তার সঙ্গে কালো চুড়িদার প্যান্টে শহিদ কাপুর। সঙ্গী মিরার পরনে তখন লেমন কালার লেহেঙ্গা। প্রণয়ে আবদ্ধ হওয়ার আগে প্রেম যুগলের নাচে নেচে ওঠে পুরো হলঘর।
ভিডিওটিতে দেখা গেছে, কোমরে ঠুমকা দিচ্ছেন মিরা, হাঁটু গেড়ে বসে হাততালি দিচ্ছেন শহিদ। এ ছাড়া এক পর্যায়ে এ জুটি একে অন্যকে জড়িয়েও ধরেন। বিয়ের আনুষ্ঠানিকতার শুরুতেই শহিদ-মিরার নাচের এই ভিডিওটি দারুণ সারা ফেলেছে বলি পাড়ায়।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, এ অনুষ্ঠানে গানের তালিকায় ছিল শহিদ কাপুরের সব সুপার ডুপার হিট গান। যেমন ছিল ‘মজা হি মজা’ তেমনি তালিকায় ছিল ‘শাড়ি কে ফলসাও’।
শহিদের বিয়ে অনুষ্ঠিত হবে দিল্লির গুরগাঁওয়ের ওবোরয় হোটেলে। অতিথি আসবেন ৫০০ জনের কাছাকাছি। বিয়ের পর ১২ জুলাই শহিদ-মিরার রিসেপশন হবে মুম্বাইতে।
দেখুন : শহিদ-মিরার নাচ
https://youtu.be/svtfW9C_okU

































মন্তব্য চালু নেই