সালমানের জুতায় বলিউড বাদশার পা
এ যেন সালমানের চেয়ারে বসে পড়লেন শাহরুখ। তবে জোর করে নয়। আবার শাহরুখকে স্বেচ্ছায়ও জায়গা ছেড়ে দেননি ‘চুলবুল পাণ্ডে’। শোনা যাচ্ছে আনন্দ রাই তাঁর নতুন ছবির প্রধান চরিত্রের জন্য সালমানের কথা ভেবেছিলেন। কিন্তু ছবির ভাবনা, গল্প এবং চিত্রনাট্য পছন্দ হয়নি সালমানের। তাই এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি সল্লু মিঞাঁ। আর সে জায়গাতেই এন্ট্রি নিলেন বলিউড বাদশা।
সূত্রের খবর, চিত্রনাট্য পছন্দ হওয়ায় এই ছবি করতে রাজি হয়েছেন কিং খান। তবে এ নিয়ে সালমানের পক্ষে কোনাে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ‘জুরাসিক পার্ক’ এবং ‘ফরেস্ট গাম্প’ খ্যাত জর্জ মারফিকে এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। সব মিলিয়ে শাহরুখ-আনন্দ জুটি কতটা সফল হয় এখন সেটাই দেখার।
সূত্র: আনন্দবাজার
মন্তব্য চালু নেই