বিদ্যুৎবিভ্রাট : সংসদ ভবনের লিফটে আটকা পড়েন মন্ত্রী-এমপিরা
জাতীয় সংসদে কয়েক দফায় বিদ্যুৎবিভ্রাট হয়েছে। রোববার সকালে দশম জাতীয় সংসদের ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে।
দুপুর আড়াইটার দিকে অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় এবং সংসদ ভবনের ভেতরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দু’এক মিনিটের মধ্যেই তা স্বাভাবিক হয়।
এর প্রায় ১৫ মিনিট পর আবার দুই দফায় লোডশেডিং হয়। এ সময় সংসদ ভবনের লিফটে মন্ত্রী-এমপিরা আটকা পড়েন। এ ঘটনায় বিব্রত সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
বিদ্যুৎবিভ্রাটের কারণ খতিয়ে দেখতে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে তোড়জোড় দেখা গেছে।
মন্তব্য চালু নেই