দেখুন গোঁফ-দাড়িওয়ালা কনের পোশাকে মহিলা হরনাম কৌরের ফটোশ্যুট

ইংল্যান্ডের বার্কশায়ার নিবাসী ২৩ বছরের হরনাম কৌর সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশ্যুটে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি একগাল দাড়ি নিয়ে প্রমাণ করলেন, সৌন্দর্য্যের কোনও নির্দিষ্ট সংজ্ঞা হয় না।

হরনাম মানুষকে মনে করিয়ে দিতে চাইলেন যে কখনই নিজেকে কষ্ট দেওয়া উচিত নয়। তিনি বলেছেন, ‘আমরা ত্রুটিসহ ত্রুটিহীন’

হরনাম জানিয়েছেন, কৈশোরকালে নিজের গালভর্তি দাড়ি-গোঁফ নিয়ে তিনি এতটাই লজ্জা পেতেন যে, সপ্তাহে দুবার করে ওয়াক্সিং করতেন। এমনকী ব্লিচিং এবং শেভও করতেন। কিন্তু, তাতে হিতে বিপরীত হয়। দাঁড়ি আরও ঘন, আরও প্রকট হয়।

গোঁফ-দাড়ির জন্য ইন্টারনেটে বেশ কয়েকবার হত্যার হুমকিও পেয়েছেন হরনাম। কিন্তু, শিখধর্মে দিক্ষা লাভ করার পর দাড়ি-গোঁফ রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কারণ, শিখধর্ম অনুযায়ী, কেউই দাড়ি-গোঁফ কামাতে পারেন না।

নিজের এই রূপ নিয়েই আত্মবিশ্বাসী ও স্মার্ট হরনাম সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন।

Harman 2 Harman 3 Harman Harnaam  4 Harnaam kaur6 harnaam (1)

সব ছবি হরনামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে প্রাপ্ত



মন্তব্য চালু নেই