স্বামীর ওপর রাগ করে পাঁচতলা থেকে স্ত্রীর লাফ, চারতলায় ধরে ফেললেন স্বামী! (ভিডিও)

সাংসারিক জীবনে রাগের বশে অনেক কিছু করে বসে দম্পতি, আমরা কে না জানি। কিন্তু স্বামী অথবা স্ত্রী আগে থেকেই সে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে খুব কমই দেখা যায়। তবে তেমনই একটি ঘটনায় করা ২০১৩ সালের এক ভিডিও আবার সামনে চলে এসেছে। ঘটনাটি চীনের।
স্বামীর ওপর রাগ করে আত্মহত্যার জন্য পাঁচতলার বারান্দা থেকে লাফ দিয়েছিলেন স্ত্রী। তবে স্বামীর উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যান তিনি। মনোমালিন্যের একপর্যায়ে আত্মহত্যার হুমকি দিয়ে স্বামীকে পাঁচতলা অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেয় স্ত্রী। স্বামী এ হুমকি শোনার পর বসে থাকেননি। উপস্থিত বুদ্ধি ব্যবহার করে চারতলার অ্যাপার্টমেন্টে গিয়ে অপেক্ষা করতে থাকেন।
ইতোমধ্যে রাগান্বিত স্ত্রী কথা অনুযায়ী কাজও করে ফেললেন। আত্মহত্যার জন্য লাফ দিলেন পাঁচতলার বারান্দা দিয়ে। তবে এ যাত্রায় বেঁচে গেলেন তিনি। স্বামী চারতলায় ধরে ফেললেন স্ত্রীকে। এরপর নিচ থেকে লোক গিয়ে এবং আশপাশের অ্যাপার্টমেন্টের মানুষের সহায়তায় স্ত্রীকে রক্ষা করতে সক্ষম হন স্বামী। পরবর্তীতে রাস্তায় লোক জড়ো হলে তাদের ধারণ করা সেই ভিডিও অনলাইনে আসলে ব্যপক সাড়া পড়ে।
ভিডিও:
https://youtu.be/b-Yx14kNal4
মন্তব্য চালু নেই