হরর মুভির ডাইনির মতো পরিণতি হবে আপনার : খালেদাকে হাছান
‘সরকারের পরিণতি হীরক রাজার মতো হবে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আপনি নিজের পরিণতি নিয়ে ভাবুন। হরর মুভির ডাইনির মতো আপনার করুণ পরিণতি হবে।’
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কবি সুফিয়া কামাল ও শহীদ জননী জাহানারা ইমামের স্মরণে ‘শেখ হাসিনার জন্য বাঙালী সমাজ আজ কলঙ্কমুক্তির পথে’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করা হয়।
খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘‘বুধবার খালেদা বলেছেন, ‘সরকারের পরিণতি হবে হীরক রাজার মতো’। আপনি নিজের পরিণতি নিয়ে একটু ভাবুন। আপনি সরকারের পতন করবেন বলে এখন নিজেই নিজের পতন করেছেন।’’
খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘হরর মুভির শেষে যে রকম ডাইনির করুণ পরিণতি হয়। আপনার সে রকমই পরিণতি হবে। জনগণকে পুড়িয়ে হত্যার প্রতিশোধ তারাই নিবে। যেমনটি হয় হরর মুভিতে।’
তিনি বলেন, ‘গতকাল বিশ্বব্যাংক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। এটা আওয়ামী সরকারের দিন বদল ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ।’
আলোচনা সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. হাসান ইমামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
মন্তব্য চালু নেই