কমনওয়েলথ দাবায় রানী হামিদের স্বর্ণ জয়

ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়ে গেল কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫। এই প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে (উর্ধ্ব-৬০ বছর) বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করেছেন।

রানী হামিদ ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে এ পদক পান। এ গ্রুপে ভারতের দেব শিব শংকর রৌপ্য এবং মালয়েশিয়ার লিম কিয়ান হয়া ব্রোঞ্জ পদক পান ।

এবারের কমনওয়েলথ দাবায় বাংলাদেশ মোট দুটি পদক পায় সিনিয়র গ্রুপে রানী হামিদ স্বর্ণ এবং ওপেন অনূর্ধ্ব-১২ এ তিতাসের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ব্রোঞ্জ পদক পান।



মন্তব্য চালু নেই