৯৯ বছরে মেসিই যেখানে প্রথম

এবারের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চার ম্যাচে মোটে চার গোল করেছিল আর্জেন্টিনা। সেখানে এক সেমিফাইনালেই কি না ছয় গোল করে বসল আলবিসেলেস্তেরা!

বুধবার সেমিফাইনালে প্যারাগুয়েকে ৬-১ গোলে হারিয়ে কোপার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কিন্তু স্কোরশিটে দলের সেরা তারকা লিওনেল মেসির নামটাই যে নেই! তাতে কী? দলের ছয় গোলের তিনটিতেই সহায়তা (অ্যাসিস্ট) করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

আর গোলে সহায়তা করেই রেকর্ড বুকে নাম উঠে গেছে মেসির। কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে ৩টি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন।

এ ছাড়া কোপার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৩টি অ্যাসিস্ট করলেন মেসি। এর আগে ১৯৯৭ সালে টুর্নামেন্টের ফাইনালে বলিভিয়ার বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন ব্রাজিলের ডেনিলসন পেরেইরা।

সেবারের ফাইনালে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। আর দলের তিনটি গোলেই সহায়তা করেছিলেন মিডফিল্ডার ডেনিলসন।



মন্তব্য চালু নেই