ঠাকুরগাঁওয়ে নিুমানের খাবার পরিবেশন করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
রমজান মাসে নিুমানের তেল ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরী পরিবেশন ও পঁচাবাসি খাবার পরিবেশন কারিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের তৎপরতা অব্যাহত রয়েছে।আজ সোমবার ভ্রাম্যমান আদালত সদর উপজেলার শিবগন্জ ও ঠাকুরগাঁও রোড বাজারে অভিযান চালায়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সদও উপজেলার শিবগন্জ বাজারে অভিযান পরিচালনা করে পঁচামাছ বিক্রি করার অপরাধে ২ মাছ বিক্রেতাকে জরিমানা করা হয় এবং তাঃক্ষনিকভাবে পঁচামাছে কেরোসিন তেল ঢেলে তা নষ্ট কওে ড্রেনে ফেলে দেওয়া হয়।
এছাড়াও ঠাকুরগাঁও রোডের অস্বাস্থ্যকর ও নিুমানের তেল ব্যবহার করে ইফতারি তৈরী ও পরিবেশন করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ২টি হোটেল মালিককে জরিমানা করে।সেইসাথে জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
এছাড়াও খাদ্যে ভেজাল, নিুমানের খাবার পরিবেশন,প্রচলিত বাটখাড়া ব্যবহার না করা ও একই তেল বারবার ব্যবহারকারি বেশ কিছু ব্যসায়েিক ভোক্তাদের কথা ভেবে সতর্ক করা হয়।এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক বদরুল ইসলাম বিপ¬ব সহ পুলিশের কর্মকতাৃরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই