গাজায় যাবে ১৪ দলের প্রতিনিধি দল
গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ও এ হামলায় আহতদের প্রতি সহমর্মিতা জানাতে সেখানে একটি প্রতিনিধি দল পাঠাবে ১৪ দল।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ১৪ দলের মুখপাত্র মো. নাসিম।
তবে কবে এ প্রতিনিধি দল গাজা যাবে বা কারা থাকছেন এ দলে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়েছে ১৪ দলের পক্ষ থেকে।
গাজায় হামলার ঘটনাকে ইতিহাসের জঘন্যতম হামলা উল্লেখ করে নাসিম বলেন, ‘গাজায় যে ঘটনা ঘটছে তা কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না। তারপরও কয়েকটি দেশ এতে মদদ দিচ্ছে। এটি দুঃখজনক।’
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ সামাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজাউর রশীদ খান।
মন্তব্য চালু নেই