সাঙ্গাকারার পরিবর্তে দলে থারাঙ্গা
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী টেস্টে কুমার সাঙ্গাকারার পরিবর্তে উপুল থারাঙ্গা শ্রীলংকান দলে ফিরেছেন। পাল্লেকেলেতে আগামী শুক্রবার থেকে সিরিজ নির্ধারণী টেস্ট শুরু হবে। তিন ম্যাচ টেস্ট সিরিজে আপাতত ১-১ এ সমতা বিরাজ করছে।
ইংলিশ কাউন্টি দল সারে’র সঙ্গে চুক্তির কারণে সাঙ্গাকারা সিরিজের তৃতীয় টেস্ট খেলবেন না সেটা আগেই জানিয়ে দিয়েছেন। এমনকি আগস্টে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট খেলবেন না তিনি। দ্বিতীয় টেস্ট খেলার মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এই লংকান উইকেটরক্ষক ব্যাটসম্যান।
শ্রীলংকার হয়ে উপুল থারাঙ্গা সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই শ্রীলংকার বিপক্ষে গত বছর। সেবার দুই ইনিংসে ৯২ ও ৪৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর ২০১৪ সালের শেষের দিকে নিউজিল্যান্ড সিরিজের দলে জায়গা পাননি তিনি। দিমুথ করুনারত্নের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে জাতীয় দলে জায়গা হারান তিনি। তবে এবার সাঙ্গাকারার অনুপস্থিতিতে আরেকটি লাইফ-লাইন পেলেন এই লংকান ওপেনার।
মন্তব্য চালু নেই