অ্যাডমিটকার্ডে পরীক্ষার্থীর জায়গায় কুকুরের ছবি, অবাক হচ্ছেন?

গরুর নামে গিয়েছিল অ্যাডমিটকার্ড। সেবার পরীক্ষা দিতে যায়নি গাভী। এ খবর সবারই জানা। এ নিয়ে বিশ্ব মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছিল।

এবার অ্যাডমিটকার্ডে কুকুরের ছবি। এ অবস্থায় পরীক্ষা দিতে পারবেন কিনা ভাবছেন পরীক্ষার্থী। অবাক হচ্ছেন? এমনটাই ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুরের গোয়ালপুরে।

উচ্চমাধ্যমিকের পর ভোকেশনাল ট্রেনিং নেয়ার জন্য অনলাইনে আবেদন করেন সৌম্যদীপ মাহাত। কুকুরের ছবিওয়ালা অ্যাডমিটকার্ড পেয়ে বিপাকে পড়েছেন পরীক্ষার্থী।

অ্যাডমিটকার্ড এসে পৌঁছার পর সৌম্যদীপ দেখেন তার নিজের ছবির বদলে অ্যাডমিটকার্ডে রয়েছে কুকুরের ছবি। আগামীকাল ভোকেশনালে ভর্তির পরীক্ষা রয়েছে তার।

তার মনে এখন চিন্তা একটাই, কুকুরের ছবি দেয়া অ্যাডমিটকার্ডে কি পরীক্ষা দিতে পারবেন?

সূত্র : জিনিউজ



মন্তব্য চালু নেই