বলিউডের নয়া রাম-লক্ষণ বরুন ও সিদ্ধার্থ!

দুজনেই একসাথে বলিউডে পা ফেলেছেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে নিজেদের অবস্থানও করেছেন পাকাপোক্ত, বাস্তবেও তাদের সম্পর্ক তুলনারহিত; কিন্তু এই জন্যই তারা বলিউডের রাম-লক্ষণ উপাধি পাচ্ছেন না! বরং বলিউডে একসময়ের সাড়া জাগানো ছবি রাম-লক্ষণের রিমেক হচ্ছে, আর তাতে রাম ও লক্ষণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বরুন ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রাকে!

জানা গেছে,এক সমেয়র ব্যাপক জনপ্রিয় ছবি ‘রাম-লক্ষণ’, যাতে অনিল কাপুর ও জ্যাকি শ্রফের অভিনয়ে মুগ্ধ ছিলো লাখো দর্শক। জনপ্রিয়তার পাশাপাশি ওই সময়ে ছবিটি দারুন ব্যবসাও করে। সেই জনপ্রিয়তাকে সাঙ্গ করে ফের নির্মাণ হতে যাচ্ছে ‘রাম-লক্ষণ’। আর নতুন এই রাম-লক্ষণ ভার্সনে অনিল কাপুর ও জ্যাকি শ্রফের পরিবর্তে থাকছেন বরুন ও সিদ্ধার্থ!

যদিও রাম-লক্ষণ চরিত্রে কাদের নিবেন তা নিয়ে ছিলো সংশয়। অর্জুন কাপুর ও রণবীর সিং সহ নাম উঠেছিল অনেকেরই। কিন্তু শেষপর্যন্ত নাকি বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রাকে বেছে নিয়েছেন পরিচালক রোহিত শেট্টি।



মন্তব্য চালু নেই