গোলক ধাঁধায় ফেলার মত যে ছবিগুলো আপনাকে দুই বার ভাবাবে
নিপুণ তুলির আঁচড়ে নিজের কল্পনাকে ছবিতে ফুটিয়ে তোলেন শিল্পী। সাধারণের দৃষ্টিতে তা কখনো বোধ্য আবার কখনোবা দুর্বোধ্য। তবে হাতে আঁকা ছবিগুলোই যদি আপনার দৃষ্টিভ্রম তৈরি করে তবে কেমন হবে? প্রথম দেখায় এক অনুভূতি আবার দ্বিতীয় দফায় বিপরীত অনুভূতি। ভাবছেন এও সম্ভব? তবে দেখে নিন কানাডীয় শিল্পী রবার্ট গনসেলভেসের আঁকা এমনই কিছু দৃষ্টিভ্রম তৈরিকারী ছবি। এই ছবিগুলো বুঝতে অন্তত দু’বার আপনাকে তাকাতে হবেই। শিল্পীর রং তুলিতে আঁকা ছবিগুলো অনেক অদ্ভুত। একইসঙ্গে নান্দনিকও।
এটিকে কি বলবেন? সেতু অথবা জাহাজ?
পাতা নাকি গাছ?
এটা কি ঝর্ণাধারা নাকি সন্ন্যাসীর দল?
ধাঁধা নাকি বাসাবাড়ি?
চাঁদ নাকি পৃথিবী?
জঙ্গল নাকি গীর্জা?
জল প্রপাত নাকি একদল নারী?
কি দেখছেন? সন্ন্যাসী নাকি মেঘ?
দালান নাকি বেঁড়া?
বারান্দা নাকি বন?
খেলনা ইট নাকি দালান?
পাথর নাকি দালান?
কাপড় নাকি দালান?
তাঁরা নাকি ল্যাম্প?
সামুদ্রিক চিল নাকি জলতরঙ্গ?
জল তরঙ্গ নাকি মেঘ?
বেলুন নাকি আকাশ?
সেতু নাকি মানুষ?
আকাশ নাকি পৃথিবী?
তুষার নাকি কম্বল?
গাছ নাকি বাড়ি?
দিগন্ত বিস্তৃত মাঠ নাকি শোবার খাট?
জাহাজ নাকি গাছ?
দাবার টেবিল নাকি তুষার আবৃত মাঠ?
মেঘের ছায়া নাকি একদল মেয়ের সারি?
মন্তব্য চালু নেই