রাজশাহীতে আলোর পাঠশালার বুক সেলফ প্রদান
রাজশাহীতে গ্রামীনফোনের সহযোগিতায় ‘আলোর পাঠশালা’ শীর্ষক লাইব্রেরির জন্য নির্বাচিত স্কুলসমূহে বুকসেলফ হস্তান্তর করা হয়েছে।
শনিবার দুপুরে নগরীর রাজশাহী চেম্বার অব কমার্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য দেন, অধ্যাপক অলক মৈত্র, বিশ্বসাহিত্য কেন্দ্রের ডেপুটি টিম লিডার মেসবাহ উদ্দিন আহম্মেদ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রাজশাহীর বিভাগে নির্বাচিত ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আলোর পাঠশালা গড়তে ১টি করে বুক সেলফ হস্তান্তর করেন।
মন্তব্য চালু নেই