কালকিনিতে মাথার উপর ফ্যান পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষিপুর এলাকায় গত বহশস্পতিবার সন্ধায় সাহেদ আলী-(৭৫) নামের এক বৃদ্ধার মাথার উপর ফ্যান ছিরে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, লক্ষিপুর এলাকার উত্তর লক্ষিপুর গ্রামের সাহেদ রোজা পালন করে সন্ধায় নিজ ঘড়ে ইফতার শেষে ঘড়ের বারান্দায় ফ্যান ছেড়ে নামাজ পড়তে বসেন। এসময় আড়ার সাথে টানানো সিলিং ফ্যান মাথার উপর ছিরে পড়ে তার ঘটনাস্থালেই মর্মান্তিক মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই