এক হাতে বাচ্চা অন্য হাতে ক্যাচ : ওলটপালট ম্যাচের ভাগ্য (ভিডিও)

এক সঙ্গে আপনি কতগুলো কাজ করতে পারেন? একের অধিক কাজ না পারার জন্য পুরুষদের প্রায়ই শিকার হতে হয় কটাক্ষের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যক্তি সেই কথার প্রতিবাদ জানাতেই বোধহয় ছিল দৃঢ় প্রতিজ্ঞ। বেসবল মাঠে ব্যক্তিটি তার বাচ্চাকে ফিডারে দুধ খাওয়ানোর সময়ই ধরে ফেলেন একটি অসামান্য ক্যাচ। ফলাফল মাচের ভাগ্য হয়ে যায় ওলটপালট।
ভাগ্যবানের নাম কেইথ হার্টলি। শিকাগো কিউবস এবং লা ডডজারসের মধ্যে অনুষ্ঠিত এক বেসবল ম্যাচের ফাঁকে গ্যালারিতে বসে নিজের বাচ্চাকে ফিডারে করে দুধ খাওয়াচ্ছিলেন তিনি। এমন সময় হঠাৎ করেই মাঠ থেকে মারা একটি বেসবল ছুটে আসে গ্যালারি বরাবর। আর তৎক্ষণাৎই ফিল্ডার আদ্রিয়ান গনজালেজের নাগাল থেকে ছিনিয়ে নেন বলটি। ছোঁ মেরে এক হাতে তালুবন্দি করে ফেলেন বলটি। অন্য হাতে তখনও তার ছোট্ট বাচ্চা ইসাক।
আর এই ঘটনার পরপরই ওলটপালট হয়ে যায় ম্যাচের ভাগ্য। কারণ কেইথের ঐ ক্যাচের কারণে বিপক্ষের খেলোয়াড়দের ক্ষতিই হয়ে যায়।
মন্তব্য চালু নেই