প্রবীণদের জন্য অনবদ্য ঈদ কালেকশন “শ্রদ্ধা”

ঈদ মানে নতুন পোশাক সবার জন্য। তবে ঈদের সময়ে উজ্জ্বল রঙের ও বাহারি ডিজাইনের পোশাকের মধ্যে বাড়ির শ্রদ্ধাভাজন প্রিয়জনদের পোশাক বাছাইয়ে হিমসিম খেতে হয় অনেককেই। তাই শ্রদ্ধাভাজন প্রিয়জনের জন্য নতুন পোশাকের পসরা সাজিয়েছে বসেছে রঙ। ‘শ্রদ্ধা’ নামের এই আয়োজন বাংলাদেশের প্রথম বিশেষ ডিজাইনার পোশাক, যে কেবল প্রবীণদের জন্যই। আসুন জানি এইবার ঈদের শ্রদ্ধা কালেকশন সম্পর্কে।

এবার বর্ষাকালের স্যাতসেতে গরমে ঈদ। আর তাই শ্রদ্ধায় ঈদের বিশেষ আয়োজনের পোশাকগুলোতে অফহোয়াইট, সাদা রং, ধূসরসহ অনেক অফটোনের রংয়ের পাশাপাশি উৎসব হিসেবে লাল-সাদা, হলুদ, নীল, বেগুনি প্রভৃতি উজ্জ্বল রংও ব্যবহার করা হয়েছে। এছাড়াও প্রতিটি সামগ্রীতে গুরুত্ব দেওয়া হয়েছে আরামকে।

‘শ্রদ্ধা’ আয়োজনে পোশাক ছাড়াও আছে টুপি, জায়নামাজ, তসবিহ, ছড়ি, গানের সিডি। আরো রয়েছে ম্যাচিং ওড়না, শাল, ধুতি, বিছানার চাদর এবং প্রয়োজনীয় টুকিটাকি জিনিস। এসবের ভাণ্ডার থেকে খুব সহজেই প্রিয়জনদের জন্য খুঁজে পাবেন মনের মত উপহার।

শ্রদ্ধার এই কালেকশনের জন্য মডেল হয়েছেন- শর্মিলি আহমেদ ও তনিমা আহমেদ
ফটোগ্রাফার- শাফায়েত খান শাফু



মন্তব্য চালু নেই