মুশফিকের ব্যাটিংয়ে চিন্তিত নন হাথুরুসিংহে
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে রঙিন জার্সিতে মুশফিকুর রহিমের রান ৩ ম্যাচে ২২০। মাত্র এক রানের জন্য টানা তিন ওয়ানডেতে হাফসেঞ্চুরি মিস করেছিলেন মুশফিক। এরপর নিজেকে হারিয়ে খুঁজছেন মুশফিক! পাকিস্তানের সঙ্গে টেস্ট শুরু হওয়ার পরপরই আর ভালো করতে পারেননি তিনি। দুই টেস্টে ৪২ রান করেন তিনি। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও তার রান ২। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে করেন মাত্র ১৪ রান।
গত ডিসেম্বর থেকেই নিয়মিত রান পেয়ে আসছিলেন মুশফিকুর । জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপেও তিনি ছিলেন রানের ধারাবাহিকতায়।
কিন্তু হঠ্যাৎই রানে নেই মুশফিক। এ নিয়ে মোটেও চিন্তিত নন কোচ হাথুরুসিংহে। এক প্রশ্নের জবাবে শনিবার মিরপুরে হাথরুসিংহে বলেন, ‘মুশফিকের ব্যাটিং নিয়ে কোনো চিন্তা নেই আমার। সে অনেক আগে থেকেই আমাদের দলের সেরা ব্যাটসম্যান। সে তো কিছুদিন আগেই সেঞ্চুরি করলো, করেনি?’
শুধু মুশফিকের ব্যাটিং নয়, পুরো দলের ব্যাটিং নিয়েই কোনো চিন্তা নেই হাথুরুসিংহের। তার কথায় মনে হলো, ব্যাটসম্যানরা যেভাবে পারফর্ম করছেন, তাতে চিন্তিত হওয়ার কোনো কারণও নেই। কোচের ভাষ্য, ‘আমরা সবসময় জুটির ওপর নির্ভরশীল। আমাদের শুরুটা যেন ভালো হয় সেদিকে আমাদের নজর থাকে। পাকিস্তানের বিপক্ষে সব সময় শুরুটা আমরা ভালো করেছি।তাদের সঙ্গে আমাদের ৩ থেকে ৪টা সেঞ্চুরিও আছে। টপ অর্ডারের ব্যাটসম্যানরা যদি শুরুটা ভালো করে দেয়, তাহলে আমাদের বড় স্কোর করতে বেশ সুবিধা হয়। সেটাই খুব ভালো হচ্ছে।’
মন্তব্য চালু নেই