সেলফি তুললো বানরও!
সেলফি নিয়ে মাতামাতি শুরু হয়েছে সেই কবে থেকেই। এ নিয়ে প্রতিদিনই আসছে নিত্য নতুন খবর। মানুষের দেখাদেখি আজকাল পশুরাও নাকি আধুনিক এই প্রযুক্তিতে আগ্রহী হয়ে ওঠেছে। বানরের সেলফি দেখার পর এমন মনে হওয়াই তো স্বাভাবিক।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফর শেষে সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছেছেন বৃটিশ নাগরিক লিজি এবং তার বন্ধু বেন হোমলেস। গত এপ্রিলে তারা ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বিখ্যাত বানর জঙ্গলে বেড়াতে গেছেন। তারা সেখানকার প্রাচীণ হিন্দু মন্দিরটি ঘুরে ফিরে দেখছেন আর ছবি তুলছেন। এ সময় কোত্থেকে যেন ছুটে এল লম্বা লেজের চিকি মাঙ্কি। এসেই ওদের ক্যামেরাটি নিয়ে সেলফি তুলতে শুরু করল। সে ক্যামেরার গায়ে আস্তে আস্তে টোকা দেয় আর ছবি ওঠে। নানা পোজে ছবি তুলতে থাকে সে।
বানরের কাণ্ড দেখে তো লিজি থ। তিনি বলেন,‘ওর ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছিল ও আসলেই নিজের ছবি তুলতে চাইছিল।’ তবে যাই বলেন বানর বাবাজির ছবি কিন্তু খারাপ হয়নি। ছবি দেখে বোঝার জো নেই জীবনে প্রথমবার ক্যামেরা হাতে নিয়েছে এবং সেলফি তুলছে সে। বিশ্ব ভ্রমণে বেরিয়ে এটিই সবচেয়ে মজার অভিজ্ঞতা লিজির।
মন্তব্য চালু নেই