ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় হইতে মির্জাপুর হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার মধ্যরাত থেকেই দুই পাশের লেনের গাড়ি থেমে থেমে চলতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে এই অবস্থার আরও অবনতি হয়। এখন টাঙ্গাইলগামী যানবাহন থেমে থেমে চলাচল করলেও অন্য পাশে স্থির হয়ে রয়েছে ঢাকামুখী যাত্রীবাহী বাস এবং অন্যান্য পরিবহন।
মির্জাপুর উপজেলার দেওহাটা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন; হাইওয়ে পুলিশ রাত থেকেই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। আশা করি, দুপুরের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
মন্তব্য চালু নেই