ভোলা পৌরসভার মেয়রের নির্দেশে অবৈদ্ধ স্থাপনা উচ্ছেদ
ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির এর নির্দেশে ভোলা নতুন বাজার চত্বরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। বুধবার মুক্তিযোদ্ধা সংসদের পাশে আজাদ ট্রান্সপোর্ট এর অবৈধ স্থাপনা মেয়র মনিরুজ্জামান মনির নিজে এসে এই অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়ার নির্দেশ দেন।
পরে ভোলা পৌরসভার লোকজন এই অবৈধ স্থাপনা ভেঙ্গে দেন। এদিকে জানা যায়যে, আজাদ ট্রান্সপোর্ট এর আজাদ দির্ঘদিন ধরে ভোলা পৌরসভার নাম ভাঙ্গিয়ে পৌর সভার ভিতরে যেসব যানবাহন চলে আসছিল তাদের কাছ থেকে অবৈধ ভাবে টোল আদায় করে আসছিল।
ফলে সাধারন লোকজন এই টোল আদায় ব্যাপারটি ভালোভাবে নেয় নিই। এব্যাপারে পৌর মেয়রের কাছে একাধিক বার পৌরবাসী অভিযোগ্ও দায়ের করে। ফলে সব জলল্পনা কল্পনার অবশাণ ঘটিয়ে পৌর মেয়র পৌরবাসীর সুধিধার কথা চিন্তা করে তা উচ্ছেদ করে দেয়।
মন্তব্য চালু নেই